জর্জিয়ায় ইউরেনিয়াম কেনার চেষ্টা, ৩ চীনা নাগরিক আটক

SHARE

জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ২ কেজি (৪.৪ পাউন্ড) ইউরেনিয়াম কেনার চেষ্টা করার অভিযোগে তিন চীনা নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থা।

এক বিবৃতিতে জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিস জানায়, সন্দেহভাজনরা এই পারমাণবিক পদার্থটি রাশিয়া হয়ে চীনে পাচারের পরিকল্পনা করেছিল। সংস্থাটি আটক অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

বলা হয়, জর্জিয়ায় অবস্থানরত এক চীনা নাগরিক ভিসা নিয়ম লঙ্ঘন করে বিশেষজ্ঞদের জর্জিয়ায় নিয়ে আসেন ইউরেনিয়াম অনুসন্ধানের জন্য।
অপরাধী চক্রের অন্য সদস্যরা চীন থেকে পুরো অভিযান সমন্বয় করছিলেন।

আটকের সময় তারা অবৈধ লেনদেনের বিস্তারিত নিয়ে আলোচনা করছিলেন। তবে অভিযুক্তদের পরিচয় প্রকাশ না করা হলেও তারা ইউরেনিয়াম কেনার জন্য ৪ লাখ মার্কিন ডলার দিতে চেয়েছিল বলে জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

সূত্র : আলজাজিরা