বিরল খনিজের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা কমাতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ উৎপাদক ও রপ্তানিকারক দেশ; যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক প্রযুক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
চলতি বছরের এপ্রিল মাসে চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন লাইসেন্স নিয়ম চালু করে, যা বৈশ্বিক উৎপাদন খাতে ধাক্কা দেয়। এরই মধ্যে, চলতি মাসে বেইজিং নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে, চীনের এসব পদক্ষেপের কারণে ইউরোপের অনেক কম্পানি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে এবং এতে তাদের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে।
বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনে ভন ডার লেন বলেন, আমরা এখনো চীনের সঙ্গে স্বল্পমেয়াদি সমাধান খুঁজছি, তবে প্রয়োজনে ইইউ তার ‘টুলবক্স’-এর সব উপকরণ ব্যবহার করতে প্রস্তুত।
সূত্র : ডয়চে ভেলে।
 
            
 
	


