পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটারের মৃত্যু, আফগান ক্রিকেটাঙ্গনে ক্ষোভ

SHARE

পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান ক্রিকেটের শীর্ষ তারকারা, including অধিনায়ক রশিদ খান। তিনি ঘটনার নিন্দা জানিয়ে হামলাকে ‘অমানবিক ও বর্বর’ বলে মন্তব্য করেন। এর পাশাপাশি, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

পাকতিকা প্রদেশের শরানা শহরে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে নিহত তিন ক্রিকেটার হলেন কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। এই ঘটনায় রশিদ খান বলেছেন, “এই নিরীহ প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত, এবং পাকিস্তানের এমন হামলাকে আমি মানবাধিকার লঙ্ঘন মনে করি।”

এছাড়া, আফগান পেসার ফজলহক ফারুকি এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও এই হামলাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ ও ‘মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেছেন। উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ শোক প্রকাশ করে বলেছেন, “আমাদের খেলোয়াড়দের শহীদ করা হয়েছে, আল্লাহ তাদের জান্নাত দান করুন।”

এই হামলার প্রেক্ষিতে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, এবং সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আফগানিস্তান এর অংশীদার না থাকার ঘোষণা দিয়েছে।