শাহজালালে আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সহায়তা

SHARE

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া, উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে বিমানবন্দর এলাকায় উপস্থিত হয়েছে বিজিবির দুটি প্লাটুন সদস্য।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুনটি বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে অবস্থিত কার্গো ভিলেজে লাগে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছে।

এদিকে, আগুনের বিস্তার রোধ করতে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বিশেষজ্ঞ দলগুলো মাঠে রয়েছে।