হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড পরিস্থিতি মোকাবেলায় পুরোদমে কাজ করছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সাংবাদিকদের বলেন, “আমরা একটি জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছি। সকল সংস্থা সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।”
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পাওয়ার পর প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পর্যায়ক্রমে আরও ২৪টি ইউনিট যোগ হয়, ফলে বর্তমানে মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীর বিশেষায়িত ফায়ার ইউনিটও সহায়তায় যুক্ত হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করা হলেও বর্তমানে ফ্লাইট ওঠানামা আংশিকভাবে স্বাভাবিক রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে