আমেরিকায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সিলিকন ভ্যালির প্রভাবশালী সিইওদের নিয়ে নৈশভোজের আয়োজন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে সিলিকন ভ্যালির ৩৩ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকলেও ছিলেন না ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ ও নির্বাচনে বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইলন মাস্ক।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এই নৈশভোজে উপস্থিত হওয়া উল্লেখযোগ্য সিইওদের মধ্যে ছিলেন স্যাম অল্টম্যান, মার্ক জাকারবার্গ, টিম কুক ও বিল গেটস। উপস্থিতির মধ্যে ১৩ জনই ছিলেন বিলিয়নেয়ার।
অনুপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংগ। যদিও সামাজিক মাধ্যমে মাস্ক দাবি করেছেন, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে যেতে পারেননি। যদিও প্রাথমিক তথ্যে জানা যায়, অতিথির তালিকায় মাস্ক ছিলেন না।
এই নৈশভোজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সিলিকন ভ্যালির কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরে।
অনুষ্ঠানে সিইওরা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগে অনুকূল নিয়ম-নীতি চেয়েছেন সরকারের কাছে। কেউ কেউ বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মেটার সিইও মার্ক জাকারবার্গের বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি।
নৈশভোজজুড়ে ট্রাম্পের মূল ফোকাসই ছিল আমেরিকায় বিনিয়োগ বাড়ানো।
নৈশভোজে হঠাৎ ট্রাম্প মার্ক জাকারবার্গকে প্রশ্ন করেন, ‘আপনি আগামী কয়েক বছরে আমেরিকায় কত বিনিয়োগ করবেন?’ ট্রাম্পের প্রশ্ন শুনে জাকারবার্গ উত্তর দেন, ‘সম্ভবত ২০২৮ সালের মধ্যে আমেরিকায় আমাদের প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে।’
জাকারবার্গের এই উত্তর শুনে ট্রাম্প বললেন, ‘সত্যিই অনেক বড় অঙ্ক। দারুণ খবর, মার্ক। আমাদের পাশে থাকার জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না।’ ডিনার টেবিলের সবাই বেশ সপ্রশংস দৃষ্টিতে মার্ক জাকারবার্গের দিকে তাকান।
সূত্র : ফরচুন