সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা

SHARE

আক্তারুজ্জামান সোহেল বারি (ফরিদপুর)ভাঙ্গা প্রতিনিধি:-
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সংসদীয় আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে পুনরায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলা ও পৌর বিএনপি, দলটির সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিভন্নি শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হয়। এ ঘটনায় আমাদের নেতা কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের গোপন যোগসাজস রয়েছে বলে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়েছে একটি কুচক্রিমহল। আমরা এ অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতাবাদ করছি। অথচ, আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুল আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় বক্তারা আরও বলেন- মা-মাটিকে রক্ষায় আমরা ভাঙ্গাবাসী সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি। অনতি বিলম্বে আমাদের দাবী পূরণ না হলে, আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে দক্ষিণ বঙ্গ অচল করার হুশিয়ারী দেন বক্তারা।
প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৈমুর লং. শহিদুল ইসলাম বিটু, যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ওয়াদুদ মিয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান পান্না, প্রচার সম্পাদক মির্জা ইমরান, দপ্তর সম্পাদক মুন্সী কুতুব উদ্দিন স্মরণ, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদ প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা আলগী ও হামিরদী ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে ফরিদপুর-২ আসনে। এর প্রতিবাদে গত শুক্রবার (০৫ সেপ্টেম্বর) ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাস স্টান্ড ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, ভাঙ্গা বাস স্টান্ডে টায়ার জালিয়ে ও গাছ ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে, প্রায় ৯ ঘন্টা অবরুদ্ধ থাকে ঢাকা থেকে দক্ষিণ বঙ্গের যান চলাচল। পরে, ৩ দিনের মধ্যে স্থানীয়দের দাবী পূরণের আশ্বাস দেন উপজেলা প্রশাসন। এরপর, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারী জনতা।