সাভারের বিকেএসপিতে ৩০ ক্রিকেটারকে নিয়ে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের বিশেষ ক্যাম্প। আগামী তিন সপ্তাহ ধরে এই ক্যাম্প চলবে, যা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। এরপর কিছুদিনের বিশ্রাম শেষে আবারও দুই সপ্তাহের ক্যাম্প করবে তরুণ এই ক্রিকেটাররা।
সেখান থেকে ১৫ সদস্যের একটি স্কোয়াড গঠন করা হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে খেলার জন্য। আগামী ২৪-২৫ নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের। সে সময় তিনদিনের দুটি ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। সফরের বিষয়টি চূড়ান্ত হলেও এখনও ভেন্যু ও খেলার সূচি চূড়ান্ত হয়নি।
গত বছর অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্প হয়েছিল ২৯ জন ক্রিকেটারকে নিয়ে। এবার একজন বাড়িয়ে ৩০ জন করা হয়েছে। এই ক্যাম্পে যোগ দিতে ঢাকায় এসেছেন চাঁপাইনবাবগঞ্জের পেসার তানভীর হোসেন দ্বীপ।
বিকেল পাঁচটায় সকল ক্রিকেটার রিপোর্টিং করবেন বিকেএসপিতে। সেখানে থাকবেন কোচ হান্নান সরকার। গতকাল তিনি জানিয়েছেন, ‘আশা করছি এবারের ক্যাম্প ভালোভাবে শেষ হবে। ক্রিকেটারদের সামনে চ্যালেঞ্জ থাকবে। যারা ভালো করতে পারবে তাদের সামনে দুয়ার খুলে যাবে।’