মিষ্টি হাসিতে নজর কাড়লেন মিম

SHARE

পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। তিনি ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, সাগর পাড়ে সুইমিংপুলের ধারে খোলা চুলে ক্যামেরাবন্দী হয়েছেন মিম।

তার নজরকাড়া হাসি নেটিজেনদের মনে দাগ কেটেছে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা নায়িকার রূপের বেশ প্রশংসা করেছেন।

একজন লিখেছেন, ‘দারুণ দেখাচ্ছে তোমাকে বিদ্যা দি এক কথায় অসাধারণ, চমৎকার এবং আকর্ষণীয় ও অতুলনীয়। তোমাকে নীল রঙে দারুণ মানিয়েছে।’ আরেকজনের কথায়, ‘মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে।’