যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর মিডল ইস্ট মনিটরের।
২০২৩ সালের অক্টোবরে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হাতে গাজায় প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সামরিক অভিযানে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গাজা এখন মারাত্মক দুর্ভিক্ষের মুখোমুখি।
এদিকে গাজা সিটির জেইতুন মহল্লার দক্ষিণাংশে আর কোনো ভবন অক্ষত নেই। গাজা সিটির দখল নিতে চলতি মাসের শুরুতে চালু করা স্থল অভিযানের পর থেকে শুধু জেইতুন এলাকায়ই ইসরায়েল ১ হাজার ৫০০-রও বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলু সংবাদ সংস্থাকে জানান, মহল্লার দক্ষিণাংশে এখন আর কোনো ভবন দাঁড়িয়ে নেই।
ভবন ধ্বংস করতে ইসরায়েলি সেনারা বুলডোজারসহ নির্মাণযন্ত্র ব্যবহার করছে, পাশাপাশি বোমা বহনকারী রোবট দিয়ে প্রতিদিন সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে।