মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মনারেজকে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বরখাস্ত করা হয়েছে বলে বুধবার হোয়াইট হাউস জানিয়েছে। একই সঙ্গে টিকাদান নীতি ও জনস্বাস্থ্য নির্দেশিকা নিয়ে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে সংস্থার চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র সম্প্রতি টিকাদান নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন।
মে মাসে তিনি গর্ভবতী নারী ও সুস্থ শিশুদের জন্য কোভিড টিকার ফেডারেল সুপারিশ প্রত্যাহার করেন। এরপর জুনে সিডিসির বিশেষজ্ঞ ভ্যাকসিন পরামর্শক কমিটির সব সদস্যকে বরখাস্ত করে নিজস্ব পছন্দের উপদেষ্টা নিয়োগ দেন যার মধ্যে টিকাবিরোধী কর্মীরাও ছিলেন।
পদত্যাগকারী এক কর্মকর্তার মতে, সিডিসির নতুন টিকাদান সুপারিশগুলো তরুণ আমেরিকান ও অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকির মধ্যে ফেলছে।
বুধবার রাতে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানান, মনারেজ মার্কিন প্রেসিডেন্টের ‘আমেরিকাকে আবার সুস্থ করে তোলা’ এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলেন না।
দেশাই আরো বলেন, ‘যেহেতু মনারেজ স্বেচ্ছায় পদত্যাগ করতে অস্বীকার করেছেন,তাই হোয়াইট হাউস তাকে সিডিসি থেকে বরখাস্ত করেছে।’
তবে মনারেজের আইনজীবী মার্ক এস. জেইদ ও অ্যাবে ডেভিড লোয়েল এক বিবৃতিতে দাবি করেছেন, তিনি পদত্যাগ করেননি বা বরখাস্তও হননি।