ভিন্নমত প্রকাশের ভঙ্গিটা অশ্লীল হয়ে গেছে : ডা. সায়ন্থ

SHARE

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ‘ভিন্নমত থাকা দোষের না। কিন্তু সমস্যা হচ্ছে ভিন্নমত প্রকাশের ভঙ্গিটা অশ্লীল হয়ে গেছে। অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে জড়ো হয়ে মব ক্রিয়েট করে এমন সব শব্দ উচ্চারণ করা হয়েছে, যেই স্লোগানে, যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেম ক্যাটাগরির লোকরাই তারেক রহমানকে নিয়ে এর আগে করেছে।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. সায়ন্থ আরো বলেন, ‘এই শব্দগুলো রাজনৈতিক কর্মীরা স্লোগান আকারে বলছে। স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিল। সেই স্লোগান মানুষ আগ্রহ নিয়ে শুনতো। স্লোগান তো লুকিয়ে দেখার বিষয় না।
কিন্তু ওদেরগুলোতো পর্ন স্লোগান হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এগুলাকে আবার পেট্রোনাইজ করছে।’

তিনি বলেন, ‘রাজনীতির ভাষা বদলে যাওয়াটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল। কিন্তু সমস্যা হলো এটা খুব নেগেটিভলি বদলে গেছে।
আমাদের চাওয়া ছিল রাজনীতির ভাষা বদলে যাক এবং মানুষ আনন্দিত হোক। প্রশংসা করুক।’