নিহত পলি বেগম যশোর জেলার কতোয়ালী থানার ফতেপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। সে স্বামী জাহাঙ্গীর আলমের সাথে স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতো।
সোমবার রাতে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার মকবুল গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ওই বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দেড় মাস আগে জাহাঙ্গীর ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। সোমবার রাতের কোন এক সময় পলি বেগমের দুই হাত, দুই পা চৌকির সাথে বেঁধে গলায় জুতার ফিতা পেঁচিয়ে তাকে হত্যা করে জাহাঙ্গীর। এরপরেই জাহাঙ্গীর পালিয়ে যায়।
তারা জানায়, মঙ্গলবার সকালে পাশের কক্ষের এক নারী পলিকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে ডেকে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
মৌচাক পুুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই সাইফুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।