লাঠিপেটাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল

SHARE

high courtবর্ষবরণের দিন ঘটে যাওয়া নারী লাঞ্ছনার বিচার চাইতে যাওয়া ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও মারধরের ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছে।

রুলে ঘটনায় দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আদালত রুল জারি করেন।

আবেদনকারী আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ বলেন, মারধরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে রুল জারি করেছেন আদালত।

স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, রমনার ডিসি ও ওসি এবং শাহবাগ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার রুলের আবেদন করা হয়। মঙ্গলবার শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।