জেলিফিশের কারণে ফ্রান্সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ

SHARE

ফ্রান্সে উত্তরাঞ্চলে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সোমবার সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। কারণ জেলিফিশের একটি ঝাঁক পাম্পগুলোতে আটকে গিয়েছে, যা চুল্লিগুলো ঠাণ্ডা করতে ব্যবহৃত হয়। দেশটির বিদ্যুৎ কম্পানি ইডিএফ এ তথ্য জানিয়েছে।

ইডিএফ তাদের ওয়েবসাইটে বলেছে, চারটি ইউনিটের স্বয়ংক্রিয় শাটডাউনের ‘কোনো প্রভাব স্থাপনার নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা বা পরিবেশের ওপর পড়েনি’।

গ্রাভলিনস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর বলেছেন, ‘এই শাটডাউনগুলো পাম্পিং স্টেশনের ফিল্টার ড্রামে জেলিফিশের ব্যাপক ও অপ্রত্যাশিত উপস্থিতির ফলাফল।’

ঘটনার পর প্লান্টটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। কারণ এর অন্য দুই ইউনিট ইতিমধ্যে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল।

ইডিএফ জানিয়েছে, তিনটি উৎপাদন ইউনিট স্থানীয় সময় রবিবার রাতের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, এরপর সোমবার সকালেই চতুর্থটি বন্ধ হয়।

তারা আরো বলেছে, ‘প্লান্টের দলগুলো সক্রিয় রয়েছে এবং নিরাপদে উৎপাদন ইউনিটগুলো পুনরায় চালু করার জন্য বর্তমানে প্রয়োজনীয় সমস্যা নির্ণয় ও হস্তক্ষেপ করছে।’

গ্রাভলিনস পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর ছয়টি চুল্লি রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ৯০০ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রটি ২০৪০ সালের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পরবর্তী প্রজন্মের চুল্লি চালু করার পরিকল্পনা করেছে।