উড্ডয়নের ২১ মিনিট পরই শাহজালালে বিমানের জরুরি অবতরণ

SHARE

কেবিনে অধিক তাপমাত্রার কারণে উড্ডয়নের ২১ মিনিট পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৫ ফ্লাইট।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি। কিন্তু ২১ মিনিট পরই দুপুর ২টা ৫৫ মিনিটে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান সূত্রে জানা গেছে, বিজি ৬১৫ ফ্লাইটটি উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়।
এরপর বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।’

এর আগে, রবিবার (১০ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।