বর্ষবরণে যৌন হয়রানিতে জামায়াত জড়িত

SHARE

hasan mahmudবর্ষবরণ অনুষ্ঠানে যৌন হয়রানির ঘটনায় জামায়াত-শিবির জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘যারা পয়লা বৈশাখ চায় না, আমাদের দেশীয় সংস্কৃতিকে বিজাতীয় সংস্কৃতি বলে। আমি নিশ্চিত তারাই এ হামলা ঘটিয়েছে।’

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে গণতান্ত্রিক লীগ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনাও করেন সাবেক এই বনমন্ত্রী।

খালেদা জিয়ার উদ্দেশ তিনি বলেন, অতীতে আপনি সীমান্ত চুক্তিকে গোলামীর চুক্তি বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এখন আপনিই এ চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের নেত্রীত্বকে স্বাগত জানিয়েছেন।

সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।