চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ উদ্ধার

SHARE

gold11চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দারা। এই ঘটনায় বাংলাদেশ বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের সংখ্যা ৩২৫পিস।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সুশান্ত পাল স্বর্ণ বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর লাগেজ তল্লাসি করে ৩২৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৩০ কেজি।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ২০ কোটি টাকা। এই ঘটনায় স্বর্ণবহনকারী যাত্রীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক যাত্রীর নাম জানা যায়নি।