ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে চীন শুক্রবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ও তাৎক্ষণিকভাবে ‘বিপজ্জনক কার্যক্রম বন্ধ করার’ জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে পাঠানো বার্তায় বলেন, ‘গাজা ফিলিস্তিনি জনগণের ও এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।’
তিনি আরো বলেন, ‘গাজার মানবিক সংকট নিরসন ও জিম্মিদের মুক্তির সঠিক উপায় হচ্ছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি। গাজা সংঘাতের পূর্ণ সমাধান যুদ্ধবিরতির ওপর নির্ভর করছে।
একমাত্র এতেই উত্তেজনা প্রশমনের পথ তৈরি হবে ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত হবে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর শুক্রবার জানিয়েছে, তার প্রস্তাবিত ও নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত এক পরিকল্পনার আওতায় ইসরায়েলি সেনারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে।
প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের ফলে ২০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এ পরিস্থিতি থেকে ফিরে আসতে ও ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতিতে সম্মত হতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান চাপের মুখে আছেন নেতানিয়াহু।
হামাসকে ‘পরাজিত’ করার পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি সেনারা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে ও যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।
বেইজিং শুক্রবার আরো জানিয়েছে, তারা ‘গাজায় লড়াই যত দ্রুত সম্ভব শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।’
সূত্র : এএফপি




