মা দিবসে ফোন ওবামার

SHARE

obama phoneফোনটা পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি ওনারা৷ রিসিভারের ও প্রান্ত থেকে কেতাদুরস্ত গলায় বলা হয় খোদ প্রেসিডেন্ট বারাম ওবামা কথা বলতে চাইছেন ওনাদের সঙ্গে৷ তিন জনই একবার ক্যালেন্ডারের দিকে তাকিয়ে নেন৷

দিনটা ১ এপ্রিল নয়তো? ততক্ষণে ও পাশে শোনা গিয়েছে সেই গলাটা৷ টিভির দৌলতে বহুবার শোনা৷ নাঃ, ওই গলা যে প্রেসিডেন্ট বারাক ওবামার এ নিয়ে সন্দেহ নেই একটুও৷ কথা রেখেছেন তিনি! আর মা-দিবসের তিন দিন আগেই! এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে?

সন্তান পালন করার গুরু দায়িত্ব সম্পর্কে জানিয়ে হোয়াইট হাউসে চিঠি লিখেছিলেন তিন মার্কিন মহিলা৷ তাদের কাছে চিঠির জবাব আসে৷ তাতে লেখা ছিল, শিগগিরই প্রেসিডেন্ট কথা বলবেন তাদের সঙ্গে৷ সত্যিই এমন হবে তা ভাবেননি তারা৷ সব সন্দেহ কাটল মা-দিবসের তিন দিন আগে৷ ওবামা ফোন কররে এক একজনের সঙ্গে প্রায় দেড় মিনিট কথা বললেন৷ সম্মান জানালেন তাদের৷ এই তথ্য হোয়াইট হাউস প্রকাশ করল আন্তর্জাতিক মা-দিবসে৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মা অ্যান ডুনহ্যামের মৃত্যু হয় ১৯৯৫-এ জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে৷