বাঘের মাথার খুলি ও ১৫৭ পিস হাড়সহ শিকারি আটক

SHARE

bagerhatসুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে বাঘের মাথার খুলি ও ১৫৭ পিস হাড়সহ ছগির ঘরামি (৪৫) নামে এক শিকারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ছগিরের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এছাড়া এসময় বাঘ ও হরিণ শিকারে ফাঁদ হিসেবে ব্যবহৃত ১০ কেজি জালও উদ্ধার করা হয় সেখান থেকে।

আটক ছগির একই গ্রামের মৃত ইউসুফ ঘরামির ছেলে। বনবিভাগের বন্যপ্রাণী শিকার ও পাচারকারীদের তালিকায় তার নাম রয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ ঘটনাস্থল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বনবিভাগের একটি দল ছগিরের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বাড়ি থেকে বাঘের মাথার খুলি, হাড়গোড় ও শিকারে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী জানান, আটক ছগির সরাসরি সুন্দরবন থেকে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও পাচারের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে শিকার ও পাচারের অভিযোগে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আগের মামলা রয়েছে। দীর্ঘ্যদিন ধরে তাকে আটকের চেষ্টা চলছিল।

এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আরো একটি মামলা করা হবে বলেও জানান তিনি।