নড়াইল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা বেগমকে (২১) নির্যাতনকারী স্বামী সেনা সদস্য শফিকুল শেখকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধা ছয়টায় লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শাহ পরান মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অন্য আসামিদের আটকের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে।
লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি’র ভূষিমাল ব্যবসায়ী ছালাম শেখের ছেলে ও সেনা সদস্য শফিকুল শেখের সঙ্গে পাশের এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে ববিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০১৩ সালের ২১ শে নভেম্বর তাদের গোপনে বিয়ে হয়। তবে বিয়ের পরে স্বামী শফিকুল সহ তার পরিবার যৌতুক হিসেবে মোটরসাইকেলসহ টাকা দাবী করায় ববিতা নড়াইলে আদালতে একটি মামলা দায়ের করায় তার ওপর শফিকুলসহ তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২৯ এপ্রিল শফিকুল ছুটিতে বাড়ি এসে ববিতাকে তার বাড়ি আসার জন্য খবর দেন এবং ওই রাতে তারা একত্রে রাত্রিযাপন করেন। কিন্তু বিধি বাম! পরের দিন ৩০ এপ্রিল সকাল ৭টার দিকে ববিতা কিছু বুঝে ওঠার আগেই স্বামী শফিকুল, শ্বশুর ছালাম শেখ, শ্বাশুড়ি জিরিন বেগম, চাচা শ্বশুর কালাম, হিরু, ভাসুর হাসান শেখ, প্রতিবেশি নান্নু শেখ ও পাশের পদ্মবিলা গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান ওরফে আরজু পরস্পর যোগ সাজগে ববিতাকে মেহগুনি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।