এবার সিলেটে অনলাইন এক্টিভিস্ট খুন

SHARE

marder1এবার সিলেটে খুন হলেন অনলাইন এক্টিভিস্ট অনন্ত বিজয় দাস রিপন (৩২), পেশায় যিনি একজন ব্যাংক কর্মকর্তা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রহমতউল্লাহ জানান, সকাল সাড়ে আটটার দিকে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকার ১৩/১২, নুরানী বনকলা পাড়া এলাকায় বাসা থেকে বের হবার সাথে সাথে অনন্ত বিজয়কে চারজন মুখোশধারী ব্যক্তি কোপায়।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।

মো. রহমতউল্লাহ আরও জানান, অনন্ত বিজয় স্থানীয় একটি ব্যাংকের কর্মকর্তা। অফিসে যাবার জন্য বাসা থেকে বের হলেই এ ঘটনা ঘটে। তার বাবার নাম রবীন্দ্র কুমার দাস।

চলতি বছরেই এ নিয়ে দুই জন ব্লগার ও একজন অনলাইন এক্টিভিস্ট খুন হলেন।

একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে গত ২৬ শে ফেব্রুয়ারি খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদকেও (৩০) কুপিয়ে জখম করা হয়। এর কয়েক দিন বাদেই হাতিরঝিলে কুপিয়ে হত্যা করা হয় অনলাইন এক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুকে।

গণজাগরণ মঞ্চ থেকে মিরপুরে নিজ বাড়ির সামনে খুন হন ব্লগার রাজিব, যিনি থাবা বাবা নামেই লেখালেখি করতেন।