জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

SHARE

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি বিবেচনায় নিয়ে বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

তবে পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল প্রাঙ্গণে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলের প্রাইমারি শাখার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা দগ্ধ হন এবং বহু হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে জাতীয় শোক দিবসও পালিত হয়েছে।