বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল বাছাইপর্বে অংশগ্রহণের জন্য দল গঠন করেছে। আন্তর্জাতিক স্তরে কখনো ফুটসাল দল পাঠানো হয়নি, তাই বাফুফে সম্প্রতি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী ট্রায়ালের আয়োজন করে। প্রায় ৬৫০ জনের মধ্য থেকে নির্বাচকরা ৫২ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছেন।
ট্রায়ালে সাবেক জাতীয় ফুটবল তারকা আলফাজ আহমেদ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রত্যেকে অন্তত দশ মিনিট করে খেলায় সুযোগ পায় এবং ৬-৭ জন গোলরক্ষকসহ মোট ৫২ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। এছাড়া, শামীম ও রাজু নামের আরও দুই সাবেক ফুটবলারও বিচারক ছিলেন।
বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘বিদেশি কোচ ইরান থেকে আসার পর পরবর্তী বাছাই শুরু হবে। ৫২ জনের মধ্য থেকে আরও কমিয়ে ২৪ জনের তালিকা ১৯ আগস্টের মধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি) জমা দেওয়া হবে। এর মধ্যে ১৪ জন মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাই খেলায় অংশ নিবে।’
২০-২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের গ্রুপে রয়েছে এশিয়ার সর্বাধিক চ্যাম্পিয়ন ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং স্বাগতিক মালয়েশিয়া। আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স-আপ আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপ ফুটসালে খেলার সুযোগ পাবে। ইরান গ্রুপের প্রধান প্রার্থীবল হওয়ায় বাংলাদেশ মূলত রানার্স-আপ হওয়ার লড়াইয়ে থাকবে।