দেশে প্রথমবারের মতো আজ থেকে চালু হচ্ছে বিনামূল্যে বেসিক ইন্টারনেট সেবা। সরকারের বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে তৈরি ওয়েবসাইটের সাথে দেশীয় সংবাদ, ক্রীড়া, কৃষি, ই-কমার্স, অনলাইন মার্কেট প্লেস সাইটও এতে স্থান করে নিচ্ছে। শুরু থেকে ২০টি ওয়েবসাইট ফ্রি দেখা যাবে। পরে আরো ওয়েবসাইটের সাথে যুক্ত হবে।
ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওআরজির গ্লোবাল অপারেটর পার্টনারশিপের ডাইরেক্টর মারক্কু ম্যাকলেইনেন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন। এর আগে আয়োজন চূড়ান্ত করার পরও নানা কারণে ২২ এপ্রিল নির্ধারিত দিনে ফ্রি ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ সফল হয়নি।
মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে ফেসবুকের ইন্টারনেট সেবাদাতা সম্প্রসারণ বিভাগ ইন্টারনেট ডট ওআরজির উদ্বোধন করবে। পরে অন্য অপারেটররাও এতে যুক্ত হবে বলে আশা করছে একসেস টু ইনফরশেন (এটুআই) এবং ইন্টারনেট ডট ওআরজি।
অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী জানান, টেকনিক্যাল কারণে ফ্রি ইন্টারনেট সেবা শুরু করাটা পিছিয়ে গেলেও আজ তা চালু হচ্ছে।
এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী জানান, শুরুতে ন্যাশনাল পোর্টাল বা জাতীয় তথ্য বাতায়ন ইন্টারনেট ডট ওআরজির মাধ্যমে দেখা যাবে। পরে পর্যায়ক্রমে সব পোর্টাল, সাইট এ সেবার আওতায় চলে আসবে।
কেউ যদি ইন্টারনেট ডট অর্গ-এ লগ-ইন করে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থার সেবা পেতে চায়, তাহলে তার কোনো ইন্টারনেট চার্জ লাগবে না। ইন্টারনেট ডট ওআরজিতে সরাসরি না ঢুকে কেউ যদি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে চায়, তাহলেও এ সেবা বিনা খরচে ব্যবহার করা যাবে।
জানা গেছে, রবি গ্রাহকেরা ইন্টারনেট ডট ওআরজি চালু হওয়ার পর থেকে বিনামূল্যে আকু ওয়েদার, ই-কমার্স সাইট আমার দেশ, জবস সাইট বিডি জবস, অনলাইন মার্কেট প্লেস বিক্রয়, সরকারের মন্ত্রিসভা বিভাগ, ইএসপিএন, ক্রিকইনফো, ফেসবুক, ফ্যাক্টস ফর লাইফ, গার্ল ইফেক্ট, হেলথ প্রায়র, আইসিটি বিভাগ, অনলাইনে নারীর স্বাস্থ্যসেবা মায়া, কৃষিমন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রবির ইন্টারনেট প্ল্যান মাই নেট, প্রধানমন্ত্রীর অফিস, শিাবিষয়ক ওয়েবসাইট শিক্ষক এবং উইকিপিডিয়াসহ আরো অনেক সাইট ব্যবহার করতে পারবেন।