দুই দিন বাদেই প্রচার শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’ এর ১৯তম আসর। সম্প্রচার শুরু হওয়ার আগেই গুঞ্জন, এবারের আসরে সালমান খানের সঙ্গে দেখা যেতে পারে ডব্লিউডব্লিউ তারকা ‘দ্য আন্ডারটেকার’কে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।
একাধিক প্রতিবেদন সূত্রে খবর, এই অনুষ্ঠানের পরের দিকে ‘ওয়াইল্ডকার্ড’-এ প্রবেশ করবেন ‘দ্য আন্ডারটেকার’।
নভেম্বর নাগাদ তাঁকে দেখা যেতে পারে অনুষ্ঠানে। শুধু তিনিই নন, শোনা যাচ্ছে তার সঙ্গে সালমানের এই শোতে প্রবেশ করতে পারেন আরেক তারকা মাইক টাইসনও।
যদিও এখনো এই গুঞ্জনে সিলমোহর পড়েনি। তবে জল্পনা সত্যি হলে, ২০২৫ সালের বিনোদন জগতের অন্যতম বড় চমক হবে এটি।
১৯৯০ সালে ডব্লিউডব্লিউ এর সঙ্গে পথচলা শুরু হয় মার্ক কালাওয়ে ওরফে ‘দ্য আন্ডারটেকার’-এর। ক্রীড়জগতের ইতিহাসে তিনি কিংবদন্তি। প্রায় তিন দশক ধরে কুস্তির দুনিয়ায় রাজত্ব করছেন, রয়েছে একাধিক খেতাবও।
শোনা যাচ্ছে, সালমান খান অনুষ্ঠানের এই সিজনের জন্য প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
প্রতি সপ্তাহের জন্য নিচ্ছেন ৮-১০ কোটি! অনুষ্ঠানটি চলবে টানা ১৫ সপ্তাহ। নতুন মৌসুমের প্রতিটি পর্ব প্রথমে দেখা যাবে ওটিটি-তে, এর দেড় ঘণ্টা পর সম্প্রচারিত হবে টেলিভিশন চ্যানেলে।