আল কায়েদার সদস্য ঘোষণা করা হলো সাংবাদিককে

SHARE

jaidanএবারে এক সাংবাদিকের নামে আল কায়েদার সদস্য তকমা এঁটে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানে আল জাজিরার ব্যুরো চিফ আহমেদ মুয়াফফক জাইদানকে আল কায়েদার সদস্য হিসেবে ঘোষণা করল ওয়াশিংটন।

এদিন ওয়াশিংটন সূত্রে একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের জঙ্গি সংগঠনের প্রতিনিধিদের নাম রয়েছে। সেখানেই নাম রয়েছে জাইদানের।

সূত্রের খবর, জাইদান সিরিয়ার বাসিন্দা। সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করার পর থেকে নানান ঝুঁকিপূর্ণ খবর সংগ্রহণ করেছেন তিনি। এমনকি নিজের কর্মজীবনে সাক্ষাৎকার নিয়েছেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। বাদ পরেনি আল কায়েদা ও তালেবানের অন্যান্য নেতারাও।

২০১২ সালের জাতীয় নিরাপত্তা এজেন্সি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেশ করে। সেখানেই প্রথম জাইদানের ছবি প্রকাশ করে বলা হয় যে সে আল কায়েদার সঙ্গে যুক্ত। এর পর কেটে গিয়েছে আরও তিন বছর। অনেক তথ্য নিয়ে ফের একবার জাইদিনের নামও প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র।