যাত্রা শেষ করছে মাইক্রোসফট

SHARE

microsoft10পথ চলা শেষ করছে মাইক্রোসফট৷ টেক জায়েন্ট ইউরোপিও এই সংস্থাটি অবশেষে তাদের অপারেটিং সিস্টেম আপডেট বন্ধ করতে চলেছে৷ সংস্থার তরফে জেরি নিক্সন এই কথা জানান৷

তিনি সংবাদ সংস্থাকে জানান, মাইক্রোসফট উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেম আপডেট করে উইন্ডোজ-১১ বাজারে আনবে না৷  মাইক্রোসফটের উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেমই সর্বশেষ ভার্সন৷ যা এখন বাজারে আনা হয়নি৷ বর্তমানে মাইক্রোসফটের উইন্ডোজ-৮.১ অপারেটিং সিস্টেমটিই সর্বাধুনিক৷

মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে চলতি বছরের জুন মাসেই তারা বাজারে আনছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ-১০৷ তবে উইন্ডোজ-১০ বন্ধ করে কোন অপারেটিং সিস্টেম বাজারে আনা হবে তা অবশ্য মাইক্রোসফটের তরফে কিছু জানানো হয়নি৷