ভাস্কর নভেরা আহমেদের মৃত্যুতে ঢাবি ভিসির শোক

SHARE

noveraবাংলাদেশের আধুনিক ভাস্কর্যের অন্যতম পথিকৃৎ ও বিস্ময়কর প্রতিভা নভেরা আহমেদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোকবাণীতে ভিসি বলেন, একুশে পদকপ্রাপ্ত কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার এবং বাংলাদেশের ভাস্কর্য শিল্পের কিংবদন্তি এক ভাস্কর ছিলেন নভেরা আহমেদ।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। তিনি ১৯৫৬ সালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে প্রাথমিক নকশা প্রণয়নের কাজে আত্মনিয়োগ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের শিল্পাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ভিসি ।

উল্লেখ্য, নভেরা আহমেদ বার্ধক্যজনিত কারণে গত ৫ মে ২০১৫ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। নভেরার জন্ম ১৯৩০ সালে। পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদীঘির উত্তর পাড়ে। নভেরার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় গণগ্রন্থাগারে যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার।