বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনার সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার বগুড়ায় ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ভারতের উন্নয়নের উদাহরণ টেনে নাসিম বলেন, ‘সিঙ্গাপুরের জনগণ তাদের নেতা লিকুয়ানকে ২৫ বছর সময় দিয়েছিল বলেই সিঙ্গাপুর আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। মালয়েশিয়ার জনগণ মাহাথির মোহাম্মদকে ২২ বছর এবং ভারতের জনগণ কংগ্রেসকে ৩০ বছর সময় দিয়েছিল বলেই ওই রাষ্ট্রগুলো আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তেমনিভাবে শেখ হাসিনাকে লিকুয়ানের মত সময় দিলে বাংলাদেশ একদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’
মোহাম্মদ নাসিম ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। শেখ হাসিনার কোনো অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না। কোনো সন্ত্রাসী যাতে ছাত্রলীগে ঢুকতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।’
২০১৯ সালে নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘ওই নির্বাচন যদি বর্জন করেন তাহলে বাংলাদেশের মানুষ বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে।’
শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ।
প্রধান বক্তা ছিলেন সিদ্দিকী নাজমুল আলম। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।