বাসযোগ্য নগরী গড়া একার পক্ষে সম্ভব নয়: সাঈদ খোকন

SHARE
khokon19ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে যোগ দিয়ে সাঈদ খোকন বলেছেন, ‘বাসযোগ্য নগরী গড়ে তোলা আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে ঘোড়ার গাড়িতে চড়ে নগরভবনে যান সাঈদ খোকন। নগরভবনের প্রধান ফটকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রথম কার্যদিবসের শুরুতেই সবার সঙ্গে মতবিনিময় করেন সাঈদ খোকন। নবনির্বাচিত মেয়র আবারো বলেন, ‘পিতা নয়, নগরের সন্তান হিসাবে যেন নগরবাসী আমাকে দেখেন। একটি নিষ্কলুষ শহর গড়ে তুলতে চাই।  এজন্য নগরবাসীর সহযোগিতা চাই।’

সাঈদ খোকন আরো বলেন, ‘নগরভবন এখন হবে নগরবাসীর সেবাকেন্দ্র। বিরোধী দলের যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারাও আমাদের কাছে নিরাপদ থাকবেন।’
মতবিনিময়ের পর সোয়া ১১টার দিকে নগরভবনে মেয়র হিসেবে নিজ কার্যালয়ে বসেন সাঈদ খোকন।
উল্লেখ্য, ২৮ এপ্রিল সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। তার বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র।