বাংলাদেশকে গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলাই স্বপ্ন: জয়

SHARE
joy12প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশের পক্ষে আমাদের ৫ বছরের অগ্রযাত্রা সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশকে এখন গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলাই আমাদের স্বপ্ন।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু-তে ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার সরকারের পক্ষ থেকে এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশে তথ্য-প্রযুক্রিত বিকাশ ও সময়োচিত সিদ্ধান্তের কারণে দারিদ্রের হার ৪০ থেকে ২৬ শতাংশে নেমেছে। স্বাক্ষরতার হারও ৪৯ থেকে ৬৫ শতাংশে উন্নীত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দেশের সবগুলো ইউনিয়নে এখন ডিজিটাল সেন্টার আছে। সাধারণ মানুষ খুব সহজে সেখান থেকে সেবা নিতে পারছেন। যারা বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ কল্পনা। তারা এখন দেখছেন এর সফল বাস্তবতা।’
অনুষ্ঠানের জয় ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টেলিনরের প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস, বেসিস-এর সভাপতি শামীম আহসান প্রমুখ। দিনব্যাপী এই সামিটের আয়োজন করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর।