আলাস্কায় পুলিশের গুলিতে নিহত কিশোরী, ২.১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

SHARE

যুক্তরাষ্ট্রের আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করেজে এক পুলিশ কর্মকর্তার গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোরী নিহত হয়। এর ক্ষতিপূরণ বাবদ নিহত কিশোরীর পরিবারকে ২.১ মিলিয়ন ডলার দিচ্ছে সেখানকার প্রশাসন। গত বছর আগস্টে ইস্টার লিফা নামের ওই কিশোরী একটি ছুরি হাতে থাকা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার অ্যাঙ্করেজের মেয়র সুজান লাফ্রঁসের দপ্তর এক বিবৃতিতে জানায়, এই চুক্তিটি পুলিশ প্রধান শন কেস ও লিফা পরিবারের সদস্যদের মধ্যে একটি বৈঠকের পর সম্পন্ন হয়। তবে চুক্তির অন্যান্য শর্তাবলী প্রকাশ করা হয়নি।

লিফার পরিবারের আইনজীবী ড্যারিল থম্পসন ২.১ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইস্টার লিফার মৃত্যুর ফলে তার পরিবার গভীরভাবে শোকাহত। দুর্ভাগ্যজনকভাবে তারা সবাই সেই ভয়াবহ ঘটনার সময় উপস্থিত ছিলেন, কিন্তু তারা কিছুই করতে পারেননি।

গত বছর রাজ্য প্রসিকিউটররা জানায়, যে পুলিশ কর্মকর্তা লিফাকে গুলি করেছিলেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হবে না। তারা বলেন, কর্মকর্তার প্রাণঘাতী কর্মকাণ্ড আইনগতভাবে ন্যায্য ছিল।

রাজ্য স্পেশাল প্রসিকিউশন অফিসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় লিফার বোন পুলিশের সাহায্যের জন্য ফোন করেছিলেন। তিনি জানান, লিফা তাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল, কারণ সে লিফার কথা শুনছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তা ভেবেছিলেন যে তিনি বা অন্য কোনো কর্মকর্তা ওই কিশোরীর আক্রমণের শিকার হতে পারে।

তবে, পরবর্তীতে লিফার বোন তদন্তকারীদের বলেন, লিফা আসলে ছুরিটি পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল।