কানে এসে ডাকোটা জানালেন নতুন অধ্যায়ের কথা

SHARE

জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১৩ মে) কানের ৭৮তম আসর শুরু হয় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভাল ভবনে। বিশ্বের নামিদামি সব তারকা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে জমে উঠেছে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা।

‘ফিফটি শেডস’ দিয়ে বিশ্বজোড়া পরিচিতি পাওয়া আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসনকে গতকাল কানের ফটোকলে দেখা গেল। তিনি হাজির হয়েছিলেন কালো লং টপে। উদ্দেশ্য, তাঁর অভিনীত ‘স্প্লিটসভেল’-এর প্রদর্শনীতে অংশ নেওয়া। গতকাল এটি উৎসবের স্পেশাল স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে।

তবে অভিনেত্রী হয়ে এলেও ভিন্ন আরেক খবর জানালেন ডাকোটা। পূর্ণদৈর্ঘ্য ছবি বানাতে চলেছেন তিনি। এর আগে শর্টফিল্ম বানিয়েছিলেন। কানে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি একটি চিত্রনাট্য নিয়ে এগোচ্ছেন।
যেটা লিখেছেন বিশেষ সুবিধাসম্পন্ন তরুণী ভেনেসা বুরঘাত।

ডাকোটা বলেন, ‘চিত্রনাট্যটি আমার কাছে বিশেষ। তাই চাচ্ছি না এটা অন্য কেউ নির্মাণ করুক।’
কানে নির্মাণের খবর দিলেন ডাকোটা
টেবিলের ওপর উঠে এভাবেই হাত মেলে উল্লাস করলেন সিরীয় অভিনেতা নাদের আব্দ আলায়

এছাড়া কানে গতকাল টেবিলের ওপর উঠে হাত মেলে উল্লাস করতে দেখা গেল সিরীয় অভিনেতা নাদের আব্দ আলায়কে। তাঁর অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’ লড়ছে উৎসবের আঁ সার্তে রিগায়।
এটি বানিয়েছেন আরব নাসের ও তারজান নাসের। তাঁরাও এসেছেন উৎসবে।

মঙ্গলবার (১৩ মে) রাতে শুরু হয় কানের ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’— প্রতিটি বিভাগেই দেখা যাবে বিশ্বব্যাপী নানা দেশের চলচ্চিত্র।