ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা চার ম্যাচ হাতে রেখে নিশ্চিত করার পর থেকে আর জয়ের মুখ দেখেনি অল রেডরা। এবার লিভারপুলকে নাটকীয়ভাবে ৩-২ গোলে হারিয়েছে ব্রাইটন। এ জয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার ক্ষীণ আশা জিইয়ে রাখল দলটি।
ব্রাইটনের অ্যামেক্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতে নবম মিনিটেই লিভারপুল এগিয়ে যায় হার্ভি এলিয়টের গোলে।
তার গোলে সহায়তা করেন কনর ব্র্যাডলি।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অল রেডরা। ম্যাচের ৩২ মিনিটে ইয়াসিন আয়ারির নিচু শটে সমতায় ফেরে ব্রাইটন।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের দোমিনিক সোবোসলাইয়ের ক্রস গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের মাথার ওপর দিয়ে সরাসরি জালে চলে যায়।
এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অল রেডরা।
তবে দ্বিতীয়ার্ধে ব্রাইটন ফিরে আসে দুর্দান্তভাবে। ড্যানি ওয়েলবেকের শট আলিসন দুর্দান্ত সেভে বাঁচালেও কাওরু মিতোমার ফিরতি শট জালে জড়ালে আবারও সমতায় ফেরে দলটি।
এরপর ৮৫ মিনিটে হিনশেলউডের দারুণ এক গোলে ম্যাচে জয় নিশ্চিত করে ব্রাইটন।
এই জয়ে ব্রাইটন এখন ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ব্রেন্টফোর্ড তিন পয়েন্ট পিছিয়ে আছে। শেষ ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে ব্রাইটন।
তবে ইউরোপীয় প্রতিযোগিতায় (কনফারেন্স লিগ) খেলতে হলে লিগ টেবিলে নিজেদের অষ্টম স্থান ধরে রাখার পাশাপাশি ব্রাইটনের নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের উপর। এর মধ্যে রিয়াল বেটিসকে হারিয়ে কনফারেন্স লিগ জিততে হবে চেলসিকে।