নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব : পরীমনি

SHARE

নানা সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন চিত্রনায়িকা পরীমনি। কখনো মেজাজ হারান, কখনো খারাপ ব্যবহার করে বসেন। দেশীয় চলচ্চিত্র দর্শকরা পরীমণিকে যেমন নায়িকা হিসেবে চেনেন তেমনই তার মেজাজ সম্পর্কেও অবগত থাকেন।

তবে পরীমনি নিজেও এখন সেটি অনুধাবন করেছেন! জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।

গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন পরীমণি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমনি বলেন, ‘আর দশ জন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না।
দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।

জানালেন নিজেকে আড়াল করতে যেয়েও পারেননা পরীমনি এ নিয়ে আক্ষেপ করে পরীমনি বললেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না।
এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’