কোরান পোড়ানোর মিথ্যা অভিযোগে নারী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

SHARE

qurannআফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত।

কোরান শরিফ পোড়ানোর অভিযোগ তুলে ফারখুন্দা নামের ২৮ বছর বয়সী ওই নারীকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে হত্যা করে পড়ে আগুনে পুড়িয়ে দেয় একদল ব্যক্তি।

গত ১৯ মার্চ এ ঘটনা ঘটে। ঘটনার পর এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হতে থাকে।

পরে প্রমাণিত হয় যে কোরান পোড়ানোর অভিযোগটি সত্যি ছিল না। এরপর ৪৯ জন ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়, যার মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

ফারখুন্দা মূলত মাজারে তাবিজ-জাতীয় জিনিস বিক্রি করছিলেন। এ সময় একজন মোল্লার সঙ্গে তার তর্ক হয়। তর্কের একপর্যায়ে তার বিরুদ্ধে কোরান পোড়ানোর অভিযোগ করা হলে ক্রুদ্ধ একদল জনতা তার ওপর আক্রমণ করে।

সরকারি তদন্ত কর্মকর্তারা বলছেন, কোরান পোড়ানোর কোনো অভিযোগের প্রমাণ তারা পাননি।