রিয়ালের নতুন কোচ জাবি আলোনসো, চুক্তি নিয়ে যা জানা গেল

SHARE

লা লিগার চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে বিদায় নিচ্ছেন কার্লো আনচেলোত্তি। ইতোমধ্যে তার উত্তরসূরি হিসেবে চূড়ান্ত হয়েছে ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসোর নাম। বিশস্ত দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে বায়ার লেভারকুসেন থেকে বিদায় নিয়েছেন আলোনসো।
বুন্দেসলিগার ক্লাবটির শেষ হোম ম্যাচে তাকে আবেগঘন বিদায় জানিয়েছেন সমর্থকরা।

রোমানোর তথ্যানুযায়ী, তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের চুক্তি সই করেছেন। চুক্তির সকল শর্ত, স্টাফসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয়েছে এবং আগামী মাসে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই দায়িত্ব নিতে পারেন এই স্প্যানিশ কোচ।

রিয়ালের লক্ষ্য ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই আলোনসোকে কোচ হিসেবে কাজে লাগানো।
১৭ মে লেভারকুসেনের মৌসুম শেষ হবে, এরপর ২৫ মে রিয়ালের শেষ লিগ ম্যাচ। এই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে আলোনসোর হাতে দল তুলে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আনচেলোত্তির সম্ভাব্য গন্তব্য হতে পারে ব্রাজিল জাতীয় দল, যার ঘোষণা আসতে পারে খুব শিগগিরই।