খর বৈশাখে গুমোট গরমে প্রাণ আইঢাই। সামান্য শীতল হাওয়ার জন্য হাহাকার সবখানে।
আবহাওয়া অফিসের মতে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু দাবদাহ।
আর দেশজুড়ে রয়েছে অংশত মেঘলা আকাশ। এ অবস্থায় ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি। এর বাইরে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুকনোই থাকছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর একেই আবহাওয়ার পরিভাষায় বলা হচ্ছে মৃদু দাবদাহ। আরো দু-এক দিন থাকতে পারে মৃদু দাবদাহ।