আমি মহান অভিনেতা নই, আমি কার্থি হতে পারব না : সুরিয়া

SHARE

সদ্যই মুক্তি পেয়েছে সুরিয়ার ‘রেট্রো।’ ২০২৪ সালে ‘কাঙ্গুভা’র ব্যর্থতার পর ‘রেট্রো’ সুরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা। এর ট্রেলারও বেশ আশা জাগিয়েছে। তবে মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি।
নেটিজেনদের সমালোচনাও শোনা যাচ্ছে রেট্রোকে ঘিরে। সুরিয়ার অভিনয় ঘিরেই নেটিজেনদের আলোচনা চলছে। তবে দক্ষিণী এ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েন, তিনি কোনো মহান অভিনেতা নন। তিনি সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সেরাটা দিতে।

‘রেট্রো’-তে একসঙ্গে কাজ করেছেন সুরিয়া ও পরিচালক কার্তিক সুব্বারাজ। সম্প্রতি সিনেমাটির একটি প্রচারণামূলক আলোচনায় উপস্থিত ছিলেন কার্তিক সুব্বারাজ, সংগীত পরিচালক সান্তোষ নারায়ণন ও সুরিয়া। যেখানে অভিনেতা বেশ বিনয়ী ভঙ্গিতে নিজের অভিনয় নিয়ে কথা বলেন সুরিয়া।

পরিচালক কার্তিক জানান, কিভাবে সুরিয়া ছোট ছোট প্রতিটি দৃশ্যেও অত্যন্ত যত্ন ও মনোযোগ দিয়ে কাজ করেছেন।
সুরিয়ার অভিনয়ের প্রশংসা করেন এ পরিচালক। জবাবে সুরিয়া বলেন, ‘আমি মহান অভিনেতা নই। অনেকে বলেন আমি বেশি অভিনয় করি। এটা তাদের মত। আমি শুধু সেই কথা মনে রাখি, যা পরিচালক বালা একদিন আমাকে বলেছিলেন।
তিনি বলেছিলেন, ক্যামেরার সামনে শুধু সৎ থেকো। যদি তুমি চরিত্রের আবেগ থেকে বেরিয়ে যাও আর আমি সেটা বুঝতে না পারি, তাহলে আমাকে বলো। আমি খুশি হব।’

তিনি আরো বলেন, ‘আমি বালার ইউনিভার্সিটিতেই পড়েছি। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিবার সফল হই না, কিন্তু আমি আন্তরিকভাবে চেষ্টা করি।’

অনুষ্ঠানে উঠে আসে সুরিয়ার ভাই কার্থির কথাও। সুরিয়া স্বীকার করেন যে, তার ছোট ভাই কার্থি রুপালি পর্দায় একেবারে ভিন্ন ধরনের শক্তি নিয়ে আসেন। তিনি বলেন, “কিছু জিনিস আমি পারি, আবার কিছু জিনিস পারি না। যেমন ‘মেইয়াঝাগান’ সিনেমার মতো কোনো চরিত্র আমি পারব না। আমি কার্থি হতে পারি না। আমি মেইয়াঝাগান হতে পারি না। কিছু জিনিস আমি খোলাখুলিভাবে মেনে নিই যে আমি পারি না।”

সুরিয়া ও পূজা হেগড়ে অভিনীত ‘রেট্রো’ মুক্তি পায় ১ মে এবং এটি বক্স অফিসে নানির ‘হিট ৩’-এর সঙ্গে মুখোমুখি হয়। কার্তিক সুব্বারাজ পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও এটি সেভাবে সাড়া ফেলতে পারছে না। বিপরীতি ‘হিট ৩’ তামিল বক্স অফিস দখলে রেখেছে।