অভিষেকেই বিশ্বকে তাক লাগিয়ে দেন আমির জঙ্গু। প্রথমবার আন্তজার্তিক ক্রিকেট খেলতে নেমেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান তিনি। ৭৯ বলে সেঞ্চুরি হাঁকানো উইকেটরক্ষক ব্যাটার সেই ছন্দ ধরে রাখার সুযোগ পাচ্ছেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে।
জঙ্গুকে রেখেই আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
শাই হোপের নেতৃত্বাধীন দলে বেশ কজন ক্রিকেটার ফিরেছেন। তবে দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- শিমরণ হেটমায়ার। বর্তমানে আইপিএলেও খুব একটা ছন্দে নেই বাঁহাতি ব্যাটার।
দলে ফিরেছেন জুয়েল অ্যান্ড্রু।
শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে খেলেছেন জুয়েল। এ ছাড়া চোটের কারণে সর্বশেষ ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া শামার জোসেফ ও ম্যাথিউ ফোর্ড দলে ফিরেছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে যুক্তরাজ্য সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২১ মে ডাবলিনে প্রথম ওয়ানডে।
দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও ডাবলিনেই ২৩ ও ২৫ মে। আর ইংল্যান্ডের বিপক্ষে সমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৯ মে, বার্মিংহামে। বাকি দুটি ১ ও ৩ জুন কার্ডিফ ও দ্য ওভালে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল-
শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, কিসি কার্টি, ব্র্যান্ডন কিং, জাস্টিন গ্রিভস, ম্যাথিউ ফোর্ড, আমির জাঙ্গু, শামার জোসেফ, জেডন সিলস, রোমারিও শেফার্ড, আলজেরি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি।