মৌলভীবাজার: জেলার কুলাউড়ায় পুকুর থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার সকালে স্থানীয় ভবানীপুর গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিজা (১৯) ও ছকিনা (১৮) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদখানি গ্রামের আকবর আলীর মেয়ে।
স্থানীয় অধিবাসীরা জানান, উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ওমান প্রবাসী জয়নাল মিয়ার বাড়িতে কাজ করতেন আরিজা ও তার বোন ছকিনা। মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা নিখোঁজ ছিলেন।
বুধবার ভোরে জয়নাল মিয়ার বাড়ির পুকুরে তাদের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার ডিউটি অফিসার এসআই মাযহারুল ইসলাম জানান, “দুই বোন সাঁতার না জানায় পুকুরে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।”