অবশেষে প্রকাশ হলো ডোয়াইন জনসনের আসন্ন ছবি ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর ট্রেলার। আর ট্রেলারটি প্রকাশের পরই চমকে গেছেন জনসনের ভক্তরা। পর্দায় জনসনকে যেন চেনাই দায়!
মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে বেনি সাফডির ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর ট্রেলার। আলোচিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ডোয়াইন জনসন।
চরিত্রের প্রয়োজনে তিনি নিজেকে অনেকখানি বদলেছেন। যার ফলে ট্রেলারে তাঁকে দেখে অবাক ও বিস্মিত হচ্ছে দর্শক।
ছবিটি নির্মিত হয়েছে একসময়ের জনপ্রিয় রেসলার ও মিক্সড মার্শাল আর্ট তারকা মার্ক কেরের জীবন অবলম্বনে। তাঁর ভূমিকায় আছেন ডোয়াইন।
যিনি নিজেও রেসলিং জগতের দাপুটে তারকা ছিলেন। ‘দ্য রক’ নামে তাঁর বিশ্বজোড়া খ্যাতি।
তবে মার্ক কের হওয়ার জন্য ডোয়াইন যেভাবে নিজেকে পরিবর্তন করেছেন তা বেশ চমকপ্রদ। তার মাথায় রেখেছেন কালো চুল, চেহারায় ব্যবহার করেছেন প্রস্থেটিক ও ট্যাটু।
বেনি সাফডির পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি কিংবদন্তি এমএমএ (মিশ্র মার্শাল আর্ট) ফাইটার মার্ক কারকে নিয়ে ২০০২ সালের একটি প্রামাণ্যচিত্র থেকে অনুপ্রাণিত। ছবিতে মার্কের পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা দিকও তুলে ধরা হয়েছে। তিনি একাধিক পদক জিতেছেন। এতে আরো অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, রায়ান বেডার, ব্যাস রাটেন প্রমুখ। চলচ্চিত্রটি ২০২৫ সালের ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।