সুইডেনের উপসালায় বন্দুকধারীর হামলা, নিহত ৩

SHARE

সুইডেনের উপসালা শহরে একটি হেয়ার সেলুনে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) শহরের কেন্দ্রস্থলে ভাকসালা স্কয়ারের কাছাকাছি এক সেলুনে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার দিন ছিল সুইডেনের ওয়ালপুরগিস বসন্ত উৎসবের আগের দিন। যখন হাজারো মানুষ রাস্তায় নেমে উৎসব উদযাপন করে।
উপসালা শহরটি সুইডেনের রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত এবং এটি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় শহর। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলাকারী গুলি ছুড়ে একটি স্কুটারে পালিয়ে যায় এবং এখনও পলাতক রয়েছে।

পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছে। একজন প্রত্যক্ষদর্শী সুইডিশ টিভি চ্যানেল টিভিফোর-কে বলেন, ‘সব কিছু খুব দ্রুত ঘটল।
হঠাৎ করেই ‘ব্যাং ব্যাং ব্যাং’ আওয়াজ হয়।’ আরেকজন জানান, তিনি যখন ঘরে রান্না করছিলেন, তখন রাস্তায় বাজির মতো দুইটি বিস্ফোরণের শব্দ পান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে রাস্তা বন্ধ করে দেয় ও সবাইকে সরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে বড় অভিযান চলছে।
হেলিকপ্টারও অনুসন্ধানে অংশ নিচ্ছে। ট্রেন সার্ভিস কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল, যাতে অপরাধী পালাতে না পারে। এখন আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার টিভিফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটিকে ‘নির্মম সহিংসতা’ বলে মন্তব্য করেছেন। সুইডিশ পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওয়ালপুরগিস উৎসবের আগে জনমনে উদ্বেগ থাকলেও, তারা প্রাথমিকভাবে মনে করছে এটি একটি একক ঘটনা এবং সাধারণ জনগণের জন্য বর্তমানে কোনও ঝুঁকি নেই।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডেনের ওরেব্রু শহরের একটি প্রাপ্তবয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলিতে ১০ জন নিহত হয়। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে গ্যাং সহিংসতা ও গুলির ঘটনা বাড়ছে, যার কারণে সরকার আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার পরিকল্পনা নিয়েছে।

সূত্র : বিবিসি