ইরেশ যাকেরের নামে হত্যা মামলা, যা জানাল পুলিশ সদর দপ্তর

SHARE

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ (২১) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনকে আসামি করে ঢাকার নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, ঢাকা সিটির সাবেক দুই মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার ও আইনজীবীসহ ৪০৮ জনের নামোল্লেখ করা হয়। এ মামলায় অভিনেতা ইরেশ যাকের ১৫৭ নম্বর এজাহারনামীয় আসামি।

এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
এবার ইরেশ যাকেরের মামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ পুলিশের সদর দফতর জানায়, অভিনেতার নামে মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে এক পোস্টে সকালে বাংলাদেশ পুলিশের সদর দফতর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলা রুজু করেছে পুলিশ। ওই পোস্টে আরও জানানো হয়েছে, ‘অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেছে। এরপর মিরপুর মডেল থানাকে নির্দেশ দেওয়া হয় মামলা হিসেবে নেওয়ার জন্যে।
সেই নির্দেশ অনুযায়ী মামলা রুজু করে পুলিশ।’

গত ২০ এপ্রিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিহত শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী। এরপর গত রবিবার ২৭ এপ্রিল আদালত মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।