ফখরুলের জন্য ছয় সদস্যের চিকিৎসক বোর্ড

SHARE

fakrul1বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়েছে। তার স্বাস্থ্যপরীক্ষার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মির্জা ফখরুলকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়।

বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য মির্জা ফখরুলকে এখানে আনা হয়েছে। তাকে দেখার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে সকালে মির্জা ফখরুলকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। কারাধ্যক্ষ নাসির আহমেদ সকালে জানান, মির্জা ফখরুল অসুস্থ বোধ করায় কারা চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন তারা। সকাল পৌনে আটটার দিকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার বিএসএমএমইউতে পাঠানো হয়।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুলকে গ্রেফতার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এরপর থেকে তিনি কারাবন্দী।