ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা এক সময় নিয়মিতভাবে দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে আলাদা পরিচিতি গড়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রীকে খুব কম নাটকেই দেখা যাচ্ছে। জানা গেছে, একের পর এক নাটকের কাজ বাতিল হয়ে যাচ্ছে তার, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিশা নিজেই।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তাসনুভা তিশা জানিয়েছেন, ২০২৫ সাল তার প্রত্যাশামতো শুরু হয়নি। কাজের সংখ্যাও কমে গেছে। শুধু তাই নয়, নির্ধারিত শুটিংয়ের আগের রাতেই একাধিক নাটকের কাজ বাতিল হচ্ছে— অথচ বাতিলের কোনো সুস্পষ্ট কারণও জানানো হচ্ছে না।
তিশা বলেন, “২০২৫ সালটা যেভাবে কল্পনা করেছিলাম, সেভাবে যাচ্ছে না। হঠাৎ করেই একের পর এক কাজ বাতিল হচ্ছে। কখনো কখনো রাতেই জানিয়ে দেওয়া হচ্ছে, পরদিনের শুটিং হচ্ছে না। কেন বাতিল হচ্ছে, সেটাও পরিষ্কার করে বলা হচ্ছে না।”
কাজ বাতিলের নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিশা বলেন, “আমি জানি কেউ কেউ আমাকে থামাতে চাইছে, তবে তারা পারবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, যেহেতু কারও ক্ষতি করিনি, আল্লাহ অবশ্যই আমাকে দেখবেন।”
তিশা জানান, কাজ কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ তার জানা নেই। তবে তিনি এটিকে নিছক কাকতালীয় বলেও মনে করছেন না। “আমি কারও বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নিশ্চিত হতে চাই। তবে এটুকু বলব, কিছু একটা তো ঘটছে। না হলে একের পর এক কাজ কেন বাতিল হবে?”— বলেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিশা। বললেন, “আমি সবসময় নিজের মতো থাকতে পছন্দ করি, অন্য কারও ক্ষতি করিনি। নিজের পরিবার ও কাজ নিয়েই থাকি। তাই কাজ বাতিল হওয়ার এই ধারা নিয়ে দুশ্চিন্তায় না থেকে সামনে এগিয়ে যেতে চাই।”
বর্তমানে তাসনুভা তিশা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সংসার বিষের বড়ি’ নামের একটি নাটকে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন তাইফুর জাহান আশিক। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় নাটকটি মুক্তি পাবে। তবে এটি কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে, তা এখনও জানানো হয়নি নির্মাতার পক্ষ থেকে।