ইতালির মিলানে বিশ্ব শ্রমিক দিবস পালিত

SHARE

পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস পালিত ইতালির মিলানে। হাজার হাজার শ্রমজীবী মানুষের ঢল নেমেছিল মিলানের রাজপথে, প্রায় ২৫টি দেশের শ্রমজীবি মানুষের অংশ গ্রহনে শ্রমিকের ন্যয্য অধিকারের দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত মিলানের আকাশ।।।।ইতালি সরকারের প্রতি দাবি তোলে শ্রমিকের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করনের কঠোর আইনের বাস্তবায়ন।লত্তো দি কমিউনিস্তার আয়োজনে রালিতে অংশ নেয় হাজার হাজার প্রতিবাদী শ্রমজীবী মানুষ।।।।।শিঁকড় সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে তুহিন মাহামুদের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেয়।।।।।।।