নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা মিছিল ও জনসভা করলে রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রার্থিতা বাতিল করে দিবেন।
আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন।
মো. শাহনেওয়াজ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আইন অনুযায়ী প্রচার হিসেবে মিছিল ও জনসভা করা নিষিদ্ধ। তবে বিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকে প্রচার চালানোর বিধান আছে।
তিনি বলেন, প্রার্থীরা আচারন বিধি লংঘন করলে রিটার্নিং কর্মকর্তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন। তাদের সে রকমই নির্দেশ দেওয়া হয়েছে।